আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক
সামরিক জান্তার হাত থেকে যখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকার আর্মি রাখাইন রাজ্যের ‘নিরঙ্কুশ নিয়ন্ত্রণ’ নিয়েছিল, ...


টেকনাফে বিশেষ অভিযানে দুইজন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এর আগে সোমবার রাতে স্থানীয় একটি চক্রের এই দুইজন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের নাইট্যং পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে শামসুল আলম (৪৫) ও আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন জাবেদ (৩৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক ও মানবপাচার করে আসছেন। এলাকায় তারা অবৈধ মাদকের টাকায় প্রভাব বিস্তার ও নিরীহ লোকজনকে জীম্মি করে অপরাধ কর্মকান্ড করে আসছে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত