নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০/০১/২০২৫ ৪:৩৪ পিএম

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার দুপুরের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপস্থিতি ছিলেন-মুসলিম ধমের্র বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম-খতিব,রাখাইন সম্প্রদাযের বৌদ্ধ বিহারের ভিক্ষু, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরের পুরোহিত,স্থানীয়  জনপ্রতিনিধি ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দরা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।  প্রধান আলোচকঃ-আল জামিয়া, আল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক  মুফতি ইমদাদুল্লাহ।   টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও  সহব্যবস্থাপনা কমিটি সহসভাপতি এ কে এম নুরুল করিম রাসেল, উপ-প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাস, স্বাগত বক্তব্য রাখেন- কোডেক নেচারএন্ডলাইফ প্রকল্পের ম্যানেজার নিখিলেষ চাকমা।  উন্মুক্ত আলোচনায় অংশ নেন-  শিক্ষক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, হ্নীলা চৌধুরীপাড়া বৌদ্ধ অশোক বৌদ্ধ বিহারের চেদন শ্রমন, হ্নীলার জাদিমোরা পুরোহিত পলাশ চক্রবর্তী ও  কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান। সভায় বক্তারা বলেন, ধর্মীয়ভাবে সকলের যে যার অবস্থান থেকে বনজ সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষার পাশাপাশি বনাঞ্চল রক্ষায় এগিয়ে আসার জন্য গুরুত্ব আরোপ করা হয়। ধর্মীয় সকল প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দিনগুলোতে গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করার পাশাপাশি দিকনির্দেশনা দেওয়ার জন্য সকলে অভিমত ব্যক্ত করেছেন। এভাবে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে বলে পরামর্শ দেন।  ছবি-আছে- ২০জানুযারি-২৫ টেকনাফ।

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...