বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
প্রকাশিত - আগস্ট ১১, ২০১৬ ১:৪৭ পিএম
ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::
টেকনাফে আবহাওয়ার সংকেত উপেক্ষা করে বঙ্গোপসাগরের মাছ শিকার করতে যাওয়া জেলের লাশ ২৪ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। ১১আগষ্ট সকাল পৌনে ১১টারদিকে বঙ্গোপসাগরের ইনানী বীচ উপকূল থেকে নিখোঁজ জেলে সাইদ আহমদের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে দাফনের জন্য বাড়িতে আনা হচ্ছে। আজ বিকেলে স্থানীয় গোরস্থানে দাফন করা হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।উল্লেখ্য গত ১০আগষ্ট সকাল ১১টারদিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের আচারবনিয়া গ্রামের মৃত আবুল কাশেম ফকিরের পুত্র মাহমুদুল হাসানের মালিকানাধীন ফিশিং নৌকা নিয়ে শামলাপুরের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় স্থানীয় আজিম উল্লাহ ফকিরের পুত্র মোহাম্মদ সাইদ (২৬) নৌকা থেকে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান-চলমান আবহাওয়ার ৩নং সতর্কতা সংকেত উপেক্ষা করে মালিক সাগরে মাছ শিকারের জন্য পাঠালে এঘটনা ঘটে। নিহত জেলে ২সন্তানের জনক। .
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.