উখিয়ার ৪২ বছরের ইতিহাসে প্রথম নারী ইউএনও
উখিয়া উপজেলার ৪২ বছরের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ...

কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ ছলিম (২৬) ওরফে সালাম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উখিয়ার কুতুপালং হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ ছলিম টেকনাফের নয়াপাড়া মুছনি রেজিস্ট্রাট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, নিহত রোহিঙ্গা ছলিমকে কে বা কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি। তিনি বলেন, সোমবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি জানান, নিহত ছলিমের বিরুদ্ধে হত্যা ও মাদকের পৃথক দুটি মামলা ছিল। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
পাঠকের মতামত