
টেকনাফের আলোচিত ইউনুস হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে মো. আলমকে প্রধান আসামি করে করা হয়েছে।
নিহত ইউনুসের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন।
মামলাটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর।
মামলায় মোট ৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছে ৭-৮ জন।
মামলাটির জি.আর নং- ৭৯৯/২৫ । এতে বাংলাদেশ দণ্ডবিধির ৩৬৫/৩৮৫/৩০২/২০১/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গেলো মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ইউনুস সিকদার তার সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমের ফোনকলে বাড়ি থেকে বের হন। পরদিন বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ নভেম্বর আছরের নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পৌরসভার কুলাল পাড়া কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।

পাঠকের মতামত