প্রকাশিত: ০৬/০৬/২০২১ ৯:৩১ পিএম , আপডেট: ০৬/০৬/২০২১ ৯:৩১ পিএম

বিশেষ প্রতিবেদক::
টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অভিযোগে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা পৌনে ছয় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছেন।
(আজ) রোববার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন এবং বাহারছড়া আউট পোষ্টের জওয়ানেরা টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া, দরগাহছড়া এবং বাহারছড়ার মৎস্য ঘাটে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও মাছগুলো জব্দ করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এম আমিনুল সাজ্জাদ।

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এম আমিনুল সাজ্জাদ ও বাহারছড়া আউট পোষ্টের কন্ডিশন কমান্ডার কামাল হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড জওয়ানেরা টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া, দরগাহছড়া এবং বাহারছড়া মৎস্য ঘাটে বিশেষ অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের সময় ৫ লাখ ৭০হাজার মিটার কারেন্ট জাল এবং ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেন। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি মাছগুলো স্থানীয় গরীব জনসাধারণ এবং এতিম খানায় বিতরণ করা হয়েছে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...