প্রকাশিত: ২৫/০১/২০১৮ ৭:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৮ এএম

টেকনাফ প্রতিনিধি ::
টিফিন বক্সে করে অভিনব কৌশলে ১৫ হাজার ৮৫ পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক এক রোহিঙ্গা আটক করেছে বিজিবি। মো. ফয়সাল (২০) নামে আটক রোহিঙ্গা মিয়ানমারের মংডু এলাকার ফিরোজ আহমদের ছেলে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল এসএম আরিফুল ইসলাম ২৩ জানুয়ারি গভীর রাতে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির নায়েক মো. ফজলুল হকের নেতৃত্বে একটি টহল রাতে টেকনাফ পৌর এলাকা হ্যাচারখাল এলাকা থেকে ইয়াবাসহ ফয়সলকে আটক করে।

তিনি আরো বলেন, আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবা

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...