প্রকাশিত: ০১/০৭/২০২১ ৫:৪৬ পিএম

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার ৩ বছর বয়সী মেয়ের শরীরে করোনার উপসর্গ রয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ইউএনও নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফরিদুজ্জামান জানান, বুধবার ইউএনও প্রিয়াংকা দেবী পালের শরীরে অসুস্থতা দেখা দেয়।

পরে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার মেয়ের শরীরেও করোনার উপসর্গ রয়েছে।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, বুধবার (৩০ জুন) হঠাৎ করে তার শরীরে অসুস্থতা দেখা দেয়। এ অবস্থায় বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়া হয়। পরে রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ঢাকা পোস্টকে জানান, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে আইসোলেশনে আছেন এবং বাড়িতেই তার চিকিৎসা চলছে। আশা করি খুব শিগগিরই তিনি সুস্থ হবেন। আপাতত কোনো ভয়ের কারণ নেই।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...