উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৪/২০২৩ ১১:১৭ পিএম , আপডেট: ১২/০৪/২০২৩ ১১:১৯ পিএম

কক্সবাজার র‌্যাব-১৫ এর বিশেষ আভিযানিক দল টেকনাফে অভিযান চালিয়ে ৯৫হাজার ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা ও ইয়াবা বিক্রির ৩লাখ ৮৪হাজার টাকাসহ রোহিঙ্গা মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে সহযোগীসহ গ্রেফতার করেছে। এই ঘটনায় আটক মহিলার স্বামীসহ আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়,গত ১১এপ্রিল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর বিশেষ আভিযানিক দল টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকায় জয়নালের বসত-বাড়িতে অভিযান চালিয়ে কক্সবাজারের ইয়াবা সম্রাজ্ঞী নামে পরিচিত ও দেশব্যাপী ইয়াবা সরবরাহকারী রোহিঙ্গা তরুণী জয়নাল আবেদীনের স্ত্রী কানিজ ফাতেমা (৩১) এবং সহযোগী খানকার ডেইলের ইমাম হোসনের পুত্র নাছির উদ্দিন পিন্টু (২৯) কে গ্রেফতার করে। এসময় অপর তিন সহযোগী স্থানীয় ইমাম হোসনের পুত্র জয়নাল আবেদীন (৩৭), মকতুল হোছনের পুত্র আব্দুল আজিজ (৩১) এবং আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ আয়াছ (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ফাতেমা ও পিন্টুর স্বীকারোক্তিতে তাদের হেফাজত হতে ৯৫হাজার ৬শ ৭০পিস ইয়াবা, ৮৬হাজার জাল টাকা, ইয়াবা বিক্রির নগদ ৩লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। মিয়ানমার হতে ইয়াবার চালান দেশে আনার অন্যতম কুশীলব রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তার স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি জাল টাকার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এই চক্রটি দীর্ঘদিন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকলেও সুকৌশলী ফাতেমা বরাবরই ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,আটক ২জন ও পলাতক ৩জন আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনের ৩৬ (১) এর সারণির ১০ (গ) ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা দায়েরপূর্বক পরবর্তী কার্য্যক্রমের জন্য ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...