‘আমলনামা’ টেকনাফের একরামুলের ঘটনা নিয়ে নয়: রাফী
‘আমলনামা’ চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে কোনো সম্পর্ক নেই ...
দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জোভানকে বিয়ে করলেন লাক্স তারকা আজমেরি হক বাঁধন। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকছেন তিনি।
জানা যায়, বাঁধনের চেয়ে বয়সে ১২ বছরের ছোট জোভান। তাকে বিয়ে করার কারণ হলো বাঁধনের সবকিছু যেন সে সুবোধ বালকের মতো মেনে চলে। তবে বাস্তবে নয়, তাদের এ বিয়ে টিভি পর্দায়।
‘দি পাবলিক’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন বাঁধন-জোভান। নাটকটি নিয়ে দারুণ আশাবাদী বাঁধন। এটি দর্শক উপভোগ্য নাটক হবে বলে মনে করছেন তিনি। এরইমধ্যে নাটকটির ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক জুয়েল মাহমুদ।
প্রসঙ্গত, বাঁধন-জোভান ছাড়াও এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন আবুল হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, আলভী, নাদিয়া মিম।
পাঠকের মতামত