ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ৫:২০ পিএম

মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় ব্যাংককে একটি উঁচু ভবন ধসে নিখোঁজ রয়েছেন ৪৩ জন। শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারের সাগেইন রাজ্যে আঘাত হানা ভূমিকম্পে এ ঘটনা ঘটে। খবর আনাদুলু এজেন্সি

স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাত দিয়ে আনাদুলু জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়ে। মসজিদ ধসে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন।

একজন উদ্ধারকর্মী বলেছেন, ‘আমরা যখন নামাজ পড়ছিলাম তখন এটি ধসে পড়ে। তিনটি মসজিদ ধসে পড়েছে। মানুষ আটকে আছেন। এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেশি হতে পারে। শি ফো শিং মসজিদও ধসে পড়েছে।’

মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগেইন শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয়ে অবস্থিত ঐতিহাসিক আভা সেতু ধসে পড়েছে। এছাড়া ধসে পড়েছে ঐতিহাসিক মান্দালয় প্যালেসও।

আরও পড়ুন: সাত দিনের নামই দেব-দেবী এবং চন্দ্র-সূর্য-গ্রহের সঙ্গে মিলিয়ে, পৃথিবীর নামে বার নেই কেন
রাষ্ট্র পরিচালিত এমআরটিভির টেলিগ্রাম চ্যানেল রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাগেইন, মান্দালয়, মাগওয়ে এবং উত্তরপূর্ব শান রাজ্য ও নেই পিদো কাউন্সিল এলাকাসহ বাগো রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে থাইল্যান্ডের পিবিএস নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ ব্যাংক এলাকাকে জরুরি অঞ্চল ঘোষণা করেছে। ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ তাদের লেনদেন স্থগিত করেছে।

মিয়ানমারের রাজধানী নাই পিদোতে অবস্থিত একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে আহত অনেককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

পাঠকের মতামত

তোয়ান মারত নাইং/মাত্র ৩০ বছর বয়সে যিনি আরাকান আর্মির নেতৃত্ব নেন

পাহাড় আর সমুদ্রবেষ্টিত রাখাইন বহুদিন ধরেই অঘোষিত যুদ্ধক্ষেত্র। মিয়ানমারের এ রাজ্যটির রাজধানী সিত্তের দরিদ্র পরিবারে ...

রোহিঙ্গাদের অর্থায়নে কাটছাঁট করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহায়তা বন্ধের পর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অর্থায়ন ...

মিয়ানমারে আবারো ভূমিকম্প

গত ২৮ মার্চের শক্তিশালী ভূমিকম্পের পর মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) ...

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ...