প্রকাশিত: ২৫/০৮/২০১৬ ১০:১৬ পিএম

Ukhiya-Pic-2-25.08.2016 [Max Width 320 Max Height 240]উখিয়া নিউজ ডটকম::

পরম প্রেমময় ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব তিথি স্বরণে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উখিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয় হোক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন।

  বৃহস্পতিবার দুপুর আড়াই ঘটিকায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য স্বপন শর্মা রনি। সাধারণ সম্পাদক এডভোকেট রবিন্দ্র দাশ রবির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনার সভার শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন উখিয়া ভৈরব মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী। বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক দীপন বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা তালুকদার, জালিয়াপালং পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উল্লাস ধর, হলদিয়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র শর্মা, রতœাপালং পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীরেশ্বর রুদ্র, শিমুল দাশ, সুজন কান্তি পাল, মানিক চক্রবর্তী, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আভাষ শর্মা বিশু, অজিত শর্মা নিতাই, জুয়েলারী সমিতির সম্পাদক আশীষ ধর, শীল কল্যাণ সমিতির সভাপতি অজিত ধর, রূপন শর্মা, রাজীব শর্মা, অমল সেন, কাজল দাশ, ইমন মল্লিক বাবু, লিটন দাশ, কাজল বিশ্বাস, রাজীব বিশ্বাস, সুনিল ধর, মিলন ধর, বিজয় নন্দী, মিঠু বিশ্বাস, প্রিয়তোষ ধর প্রমুখ।
এর আগে সকাল ৮টায় মরিচ্যা ধুরুমংখালী বৌবাজার থেকে রং বেরংয়ের ব্যানার পেষ্টুন সহকারে বিভিন্ন সাজে সজ্জিত নারী-পুরুষ সম্মিলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পায়ে হেটে উখিয়া সদর পর্যন্ত প্রদক্ষিণ করেন। শ্রী শ্রী জন্মাষ্টমী সার্বিক সহযোগীতা করেছেন শ্রী কৃষ্ণ গীতা স্কুল ধুরুমখালী শীল কল্যাণ সমবায় সমিতি, জুয়েলারী সমিতি, স্বাধীনতা স্পোটিং ক্লাব, চিন্তাহরী স্মৃতি যুব সংসদ, লোকনাথ একতা সংঘ ও জনকল্যাণ সমবায় সমিতি।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...