প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৬:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৩ পিএম

সোয়েব সাঈদ::
হাজারো মানুষের অশ্রুসজল ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন, রামুর মেধাবি ছাত্র রাজনীতিক হোসাইন মাহমুদ রিফাত। কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য ও রামু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাতের নামাজে জানাযায় ঢল নামে হাজার হাজার শোকার্ত জনতার।

আজ শনিবার (১৯আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাযায় ইমামতি করেন, জেলার বিশিষ্ট আলেমেদ্বীন রামু বাইপাস কেন্দ্রিয় জামে মসজিদেও খতিব মাওলানা হাফেজ আবদুল হক।

জানাযাপূর্ব বিশাল জনসমুদ্রে রিফাতের স্মৃতিচারণ ও মাগফেরাত কামনা করে আলোচনায় অংশ নেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাধারণ সম্পাদ(ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম, হোসাইন মাহমুদ রিফাতের চাচা সাবেক ছাত্রনেতা সাব্বির আহমদ। এছাড়া আমেরিকা প্রবাসী হোসাইন মাহমুদ রিফাতের ছোট ভাই হাসান মাহমুদ আরফাত মুঠোফোনে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, রিফাত তাঁর চারিত্রিক গুনাবলী দিয়ে সব রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সর্বস্তুরের মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। যা বর্তমান সময়ে বিরল। রিফাতকে হারিয়ে শুধু ছাত্রলীগ নয়, পুরো আওয়ামী পরিবারের বিশাল শূণ্যতার সৃষ্টি হয়েছে। এ শুণ্যতা পূরণ হবার নয়। বক্তারা আরো বলেন, কক্সবাজার-রামুবাসীর কাছে ছাত্রনেতার চেয়ে বেশি পরিচিত ছিলেন তাঁর অনন্য সব গুনাবলী দিয়ে। দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সবার কাছে হয়েছেন প্রিয়ভাজন। সমালোচনা বা কোন অপবাদ তাকে স্পর্শ করতে পারেনি। বরং সদা হাস্যোজ¦ল রিফাতের সততা, বিনয়ী স্বভাব ছিলো সবার কাছে অতি চেনা। বন্যাদূর্গত, শীতার্ত ও অসহায় মানুষেরও সহায় ছিলেন রিফাত। সাম্প্রতিক বন্যায় ছুটে গিয়েছিলেন প্রত্যন্ত এলাকার মানুষের কাছে। অন্যের স্বপ্ন পূরণের বাসনায় নিজেকে বিলিয়ে দেয়া এ ছাত্রনেতা নিজের স্বপ্ন পূরণের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। বক্তারা রিফাতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
নামাজে জানাযায় কক্সবাজার জেলা ও রামু উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিত ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্ত সহ সর্বস্তুরের হাজার হাজার জনতা শরীক হন। এরআগে সকালে শতাধিক মোটর সাইকেলসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ গাড়িবহরযোগে কক্সবাজার হিমঘর থেকে রিফাতের মরদেহ রামুতে নিয়ে আসেন। জানাযা শেষে রামুর মন্ডলপাড়া মাইমুন আলী সাহেবের মসজিদ সংলগ্ন কবরস্থানে রিফাতকে দাফন করা হয়।
উল্লেখ্য গত বৃহষ্পতিবার (১৭ আগষ্ট) ভোর পৌনে চারটায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুলস্থ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত ইন্তেকাল করেন হোসাইন মাহমুদ রিফাত। রিফাত ওই এলাকার ছৈয়দ আহদের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৫ বছর। মৃত্যুকালে তিনি বাবা-মা ও এক ভাই রেখে গেছেন। তাঁর আকষ্মিক মৃত্যুর খবরে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...