যৌথবাহিনীর অপারেশন শুরু বুধবার, ধরা হবে মাদকের গডফাদারদেরও
যৌথবাহিনীর অপারেশন বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ...
কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান চালিয়ে জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে তিন ছাত্রীকে আটক করেছে পুলিশ।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হোস্টেলটিতে অভিযানে যায় র্যা ব ও পুলিশ। একটি কক্ষে চার ছাত্রী থাকতেন। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ওই কক্ষ থেকে বেশ কিছু ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে।’তিনি আরো জানান, ‘জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঐ তিন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তবে আটকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।
পাঠকের মতামত