প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ৮:৪৯ এএম

149196_1ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘জঙ্গি নির্মূলে একটি গোষ্ঠী জাতীয় ঐক্যের নামে জাতিকে বিভ্রান্ত করেছে। ওদের কথায় কান দেবেন না। বরং জঙ্গি দমনে প্রধানমন্ত্রী ঐক্যের যে কর্মসূচি দিয়েছেন, আমরা তার পাশে আছি।’

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্সের (বিএনএ) এ মানববন্ধনের আয়োজন করে।

বিএনপির সাবেক এই নেতা আরো বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই একটি গোষ্ঠী জঙ্গিবাদী তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এতে মদদ দিচ্ছে দেশি-বিদেশি স্বার্থান্বেষী চক্র।

নাজমুল হুদা বলেন, এ মুহূর্তে দেশ ও জাতির স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনার সব দেশপ্রেমিক নাগরিককে ইস্পাত দৃঢ় ঐক্য ধারণ করতে হবে। এ ঐক্যের কোনো বিকল্প নেই।

নাজমুল হুদা বলেন, যারা আল্লাহর সৃষ্টি জীবকে হত্যা করছে তারা নরকে যাবে। এ জন্য স্বাধীনতাযুদ্ধের মতো জঙ্গিবিরোধী কবিতা ও গান প্রতিটি গ্রামেগঞ্জে পৌঁছে দিতে হবে।

জঙ্গি দমনে সরকারকে  সব ধরনের সহযোগিতা করতে তার দল প্রস্তুত বলে উল্লেখ করেন  ব্যারিস্টার নাজমুল হুদা।

সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল-আযাদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিষ্ঠাকাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা।  ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তথ্যমন্ত্রী এবং ২০০১ সালে ক্ষমতায় এলে যোগাযোগ মন্ত্রী হন নাজমুল হুদা।

বিভিন্ন সময়ে দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কথা বলায় দল থেকে বহিষ্কার হন তিনি। কয়েক দফা দল গঠনের পর সর্বশেষ বিএনএ জোট নিয়ে কাজ করছেন নাজমুল হুদা।

সম্প্রতি তিনি তার দল ও জোট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে জোটে না গেলেও ১৪ দলের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকারের অনেকটা কাছে ভিড়েন বিএনপির সাবেক প্রভাবশালী এ নেতা। প্রধানমন্ত্রীর সঙ্গেও কয়েকদফা সাক্ষাৎ করেন।

সম্প্রতি খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে ফের আলোচনায় এসেছেন নাজমুল হুদা।

পাঠকের মতামত

অর্থ লোপাটে বাপ-বেটার মহারেকর্ড

বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি ...

জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছেন আদালত। ...

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব। আজ ...