প্রকাশিত: ২৮/০৮/২০১৬ ১০:৩৯ পিএম

পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের লাশ খালেদা জিয়াকে গ্রহণ করতে বললেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জঙ্গিদের লাশ স্বজনরা গ্রহণ করছে না উল্লেখ করে সোহাগ বলেন, ‘১৭ জন জঙ্গির লাশ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজের হিমাগারে। স্বজনরা লাশ নিচ্ছে না। তারা বলছে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে। খালেদা জিয়া আপনাকে এ জঙ্গিদের লাশ নিতে হবে। কারণ আপনার আদর্শ আর জঙ্গিদের আদর্শ এক।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের দোসররা এবং তাদের সন্তানেরা আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে আছেন। বাংলাদেশ এবং ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি এসএম জাকির হোসাইন।

শাখা সেক্রেটারি রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাহমুদুর রহমান জনি।

পাঠকের মতামত

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি ...

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই ...