প্রকাশিত: ৩১/০৫/২০২২ ৮:১৬ এএম

মহেশখালী উপজেলার আদিনা ঠাকুরতলা এলাকায় রাতে নিখোঁজের পর দুপুরে পাহাড়ের জিরি থেকে জীবন হরি দে এর পুত্র শিপ্লব কান্তি দে (১৬) বছর বয়সের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।

সোমবার ৩০ শে মে বিকেলে ছোট মহেশখালী এলাকার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম না’কাটা জিরিছড়া নামক পাহাড়ের জিড়ি থেকে মহেশখালী থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ওই ব্যক্তির নাম শিপ্লব কান্তি দে। তিনি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের বাসিন্দা এবং মোবাইল ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে লাশটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিপ্লব কান্তি দে গত বুধবার সকালে বোনকে নিয়ে মহেশখালী হাসপাতালে উদ্দেশে ঘর থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরিবারের ধারণা, তাঁকে হত্যা করে পাহাড়ে নিয়ে লাশ ফেলে দেওয়া হয়েছে। তবে নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায় আজ সকালে পানের বরজে কাজ করতে পথে একটি লাশ দেখতে পান। স্থানীয় চেয়ারম্যানকে অবিহিত করলে, তিনি মহেশখালী থানাকে জানালে পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই-পিপিএম বলেন, গলাকাটা লাশটি পাহাড়ের জিরি হতে উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সীমান্তে জেলে–রোহিঙ্গা জোটে মাদক নেটওয়ার্ক

কক্সবাজারের টেকনাফ উপকূল ও প্রবালদ্বীপ সেন্টমার্টিন রাতের অন্ধকারে গোপন এক আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত ...

মাদক মামলায় রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচারের ঘটনায় করা মামলায় রোহিঙ্গাসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ...

কক্সবাজার-২: বিএনপি প্রার্থী নিয়ে রহস্য, মাঠে জামায়াতের প্রভাব

জুলাই গণঅভ্যুত্থানের আগে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির জোটসঙ্গী ছিল জামায়াতে ইসলামী। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ ...