প্রকাশিত: ০৫/১০/২০১৬ ১২:২৮ পিএম

rajib-041016টেকনাফ প্রতিনিধি ::
বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রাজিব বড়ুয়া (২৭) আমেরিকার ক্যালেফোর্নিায়ায় নিজ বাসায় পরলোক গমন করেছে।
৪ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন।
এর আগে তিনি কোম্পানীর দায়িত্ব শেষে নিজ বাসয় পৌঁছে বন্ধু ও আত্নীয়য়দের সাথে আড্ডা জমান। বিকাল ৩ টার দিকে তারা এসে দেখতে পায় সাড়া শব্দহীন রাজিব শুয়ে আছে। পুলিশের সহায়তায় ক্যালেফোর্নিয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজিব সবকিছু তৈরী করে রেখেছিল, আগামী ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে ফিরে যুগলবন্ধি হবেন বাগদত্তা প্রিয় বধুর সাথে। রাজিবের এক ভাই বোন। তার বাবা নির্মল বড়ুয়া হোয়াইক্যং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। প্রায় দুই বছরপূর্বে হার্ট স্ট্রোকে রাজিবের বাবাও মৃত্যুবরণ করেন।
রাজিবের মরদেহ বাংলাদেশে পৌঁছতে কয়েকদিন সময় হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি নেইউখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সরকারি-বেসরকারি অফিস, এনজিও সংস্থা, হাসপাতাল, ক্লিনিক, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ...

প্রেমিকার সঙ্গে ঝগড়ার জের বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কক্সবাজারে যুবকের আত্মহত্যা

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ ...