প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৯:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম

প্রেমে পড়েন নি এমন মানুষ এই দুনিয়ায় খুঁজে পাওয়া মুশকিল। ইতিহাস বলে, প্রেমে পড়ে মানুষ যেমন তার সর্বস্ব হারিয়েছেন ঠিক তেমনি প্রেমের মিলনে পেয়েছেন স্বর্গ সুখ। এই পাওয়া আর না পাওয়া নিয়েই জীবন। এভাবেই জীবন থেকে জীবন চলছে অবিরত প্রেমে।

যে মানুষটি গতকাল বলেছিল সে প্রেমে পড়বে না কোনদিন, ঠিক সেই মানুষটিই প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছেন। তবে প্রেমে পড়ার বিষয়টি বেশির ভাগ সময় ছেলে পক্ষকেই স্বীকার করতে হয় মেয়েদের কাছে। যদিও মেয়েরা প্রেমে পড়লে সহজে স্বীকার করতে চান না। ঠিক কি কারণে স্বীকার করতে চান না এটা ভালো বলতে পারবেন তারা। তবে কথায় আছে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না।

কথাটি কিন্তু সব মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যিনি প্রেমের কথা স্বীকার করতে পারেন তিনি সাহসী। আর এই সাহসী নারীই হচ্ছেন লাক্সতারকা মেহরিন ইসলাম নিশা। যিনি বর্তমানে চুটিয়ে প্রেম করছেন এক প্রাইভেট কোম্পানিতে কর্মরত ব্যক্তির সঙ্গে। গত তিন মাস ধরে প্রিয়.কম নিশার প্রেমের বিষয়টি অনুসন্ধান করছিল। পরিশেষে ৪ জুলাই সকালে প্রিয়.কম এর কাছে নিশা প্রেমের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আসলে কি বলব ঠিক বুুঝতে পারছি না। আপনার অনুসন্ধান ঠিক আছে। বিগত ১২ বছর ধরে আমাদের পরিচয়। কিন্তু প্রেমের সম্পর্কটা আমাদের গত ২ বছর ধরে। আমি তার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। তবে নাম বা ছবি এখনই কিছু দিচ্ছি না আপনাকে। আমরা পারিবারিক ভাবেই বিয়ে করব। মাস খানেকের মধ্যে আপনারা আমাদের বিয়ের দিনক্ষণ জানতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন সবাই। বিয়ের পরও আমি অভিনয় নিয়মিত করব।’

উত্তরায় একটি নাটকের শুটিং থেকে কথা হচ্ছিল নিশার সঙ্গে। শুটিং বিরতি চলছে কারণ বৃষ্টি পড়েছিল। এই সুযোগে তিনি সব সত্য স্বীকার করে নিলেন। অনুষ্ঠান নিয়ে নানা পরিকল্পনার কথা বললেন। এখন মিডিয়াতে আরেকটি বিয়ের অপেক্ষায়। তাছাড়া নিশার ভক্তরা খুশি হয়েছেন নাকি অনেকের বুকে ব্যথা উঠে গেল, প্রশ্নটা থেকেই গেল।

উল্লেখ্য, ২০১০ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন মডেল ও অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা। সেই সময়টায় বিজয়ীর মুকুট অধরা থাকলেও এখন মিডিয়ায় পরিচিত মুখ তিনি। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রিয়

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...