ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১০/২০২৫ ৪:১০ পিএম

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১৫। এদের মধ্যে দুজন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের ঘোনা পাড়া এলাকার জাফর আলমের ছেলে আক্তার হোসেন (৩৪), উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ কাছিম (২১) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)।

শনিবার (১১ অক্টোবর) সকালে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার সকালে তিনজন ভিকটিম অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এসে র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পে আশ্রয় নিয়ে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি দল সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের চারজন সহযোগী পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। তারা চাকরির প্রলোভন দেখিয়ে ভিকটিমদের টেকনাফে এনে জিম্মি করে রাখে। পরে মুক্তিপণের জন্য তাদের বিদেশে পাচারের পরিকল্পনা করে।

র‍্যাব আরও জানায়, ভিকটিমরা অপহরণের বিষয়টি বুঝতে পেরে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে এবং সুযোগ বুঝে পালিয়ে যায়।

ভিকটিম মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে র‌্যাব।

পাঠকের মতামত

কুতুপালং ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে দেলোয়ার হোসেন (এমারসি–৫৩৫৪১) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু ...

জেলা আমীরের অভ্যর্থনা—শাহজালাল চৌধুরীর ফিরে আসায় দলের ভরসা আরও দৃঢ়

সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার দায়িত্বশীল নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী ...