প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৭:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, সেই হিসেবে ২ সেপ্টেম্বর পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে। এর আগে সৌদি আরবের আকাশে গতকাল মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১ সেপ্টেম্বর শুক্রবার সেখানে ঈদ উল আযহা পালন করা হবে।
সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এই তারিখ ঘোষণা করেছে। আজ ২৩ আগস্ট বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হয়েছে।
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডান ও মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে পাকিস্তান গত শনিবার ঘোষণা দেয়, ২ সেপ্টেম্বর ঈদ উল আযহা হতে পারে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশে ২ সেপ্টেম্বর পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...