প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ২:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ পিএম

শাহাদাত হোসেন রাকিব::
বিভিন্ন কারণে নিবন্ধন করেও এবছর ৩৬৭ জন হজযাত্রী হজে যেতে পারেনি বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ৩৬৭ জনের মধ্যে ৯৮ জন ১৮টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এসব অভিযোগ তদন্ত করার কথা জানিয়ে হাফিজুর রহমান বলেন, এজেন্সিগুলোর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে এই যুগ্ম সচিব বলেন, ‘যারা এবছর হজে যেতে পারেননি তাদেরকে আগামী বছর অগ্রাধিকার দিয়ে হজে পাঠানো হবে। এ পর্যন্ত এ বছর হজে গেছে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে: ফারুক

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ...

মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুড়ার সেই শিশুটি

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ...