রোহিঙ্গারা চিরস্থায়ী গলার কাঁটা: হাসিনার নোবেলের মোহে সর্বনাশ
ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসেছিল গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ ...
শাহাদাত হোসেন রাকিব::
বিভিন্ন কারণে নিবন্ধন করেও এবছর ৩৬৭ জন হজযাত্রী হজে যেতে পারেনি বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফিজুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, ৩৬৭ জনের মধ্যে ৯৮ জন ১৮টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এসব অভিযোগ তদন্ত করার কথা জানিয়ে হাফিজুর রহমান বলেন, এজেন্সিগুলোর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে এই যুগ্ম সচিব বলেন, ‘যারা এবছর হজে যেতে পারেননি তাদেরকে আগামী বছর অগ্রাধিকার দিয়ে হজে পাঠানো হবে। এ পর্যন্ত এ বছর হজে গেছে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন।’
পাঠকের মতামত