উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২২ ৬:৫৫ এএম

চট্টগ্রামে থেকে চুরি করে নিয়ে যাওয়া পাঁচ মাস বয়সী এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুুপুরে কক্সবাজারের কুতুবদিয়া থানার বড় মগডেইল এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নারী হলেন- কুতুবদিয়া থানার বড় মগডেইল এলাকার নজরুল ইসলামের স্ত্রী নাফিজা আক্তার সুমী (২০)। তিনি অপহৃত শিশুর পরিবারে সাবলেট থাকতেন।

বাকলিয়া থানা পুলিশ জানায়, নাফিজা চট্টগ্রাম নগরে টাইলস পরিষ্কারের কাজ করেন। তিনি ১৪ দিন আগে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় শিশুটির বাসায় সাবলেট উঠেন। তার স্বামী কুতুবদিয়া নিজের বাড়ি এলাকায় চা দোকান চালান। গত ৭ নভেম্বর সকালে পাঁচ মাস বয়সী শিশুটিকে নাফিজার কাছে রেখে তার মা তসলিমা বাথরুমে যান। ফিরে এসে নাফিজা ও শিশুকে দেখতে না পেয়ে ঘরের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। ঘরে এসে দেখেন তার মোবাইল ফোনটি নেই। ওয়্যারড্রবে থাকা দুই হাজার টাকাও খোয়া গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘শিশুটিকে না পেয়ে মঙ্গলবার বাবা-মা থানায় এসে অভিযোগ দেন। পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অবশেষে কুতুবদিয়া বড় মগডেইল এলাকায় নাফিজার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে নাফিজাকে আটক করা হয়। একইসঙ্গে পাঁচ মাস বয়সী আছমা উল হোসনাকে উদ্ধার করা হয়। শিশুর মায়ের চুরি যাওয়া মোবাইল ফোন ও দুই হাজার টাকাও উদ্ধার করা হয়।’

তিনি বলেন, অপহৃত শিশুর মা তসলিমা আক্তার বাদী হয়ে বাকলিয়া থানায় নাফিজাকে আসামি করে একটি মামলা করেছেন। শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...