প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ১০:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

নিউজ ডেস্ক :;
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হোসেন (৪২)। শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার ক্যাফে ডি সুলতান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হোসেন কক্সবাজারের উখিয়া থানার বার্মিজ ক্যাম্পের বাসিন্দা।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আটক হোসেন ওই হোটেলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ নামে একজনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়েছে বলে জানিয়েছে হোসেন। আমরা ইউসুফকে ধরার চেষ্টা করছি।’

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...