প্রকাশিত: ২৭/০২/২০১৭ ১০:৫৮ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বস্থাভর্তি ১০০ বোতল দেশীয় তৈরি বাংলা মদ সহ এক উপজাতী পাচারীকে আটক করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর আড়াইটায় ডুলাহাজারা বাজার পরিচালনা কমিটি ও জনগণের সহযোগীতায় চান্দেঁর গাড়ী তল্লাসী চালিয়ে এসব মদ আটক করা হয়।
চকরিয়া থানার এসআই দেবব্রত ও এস আই এনামুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডুলাহাজারা-হারগাজা সড়কের জীপ ষ্টেশনে লোকাল চাঁন্দেরগাড়ী (জীপ) তল্লাসী চালাই। এতে জনগণের সহযোগীতায় বস্থাভর্তি প্লাষ্টিকের ১০০ বোতল যার ওজন আনুমানিক ২৫ লিটার বাংলা মদসহ এক জনকে আটক করি। আটক চেমং মার্মা (৩৫) ডুলাহাজারা ইউনিয়নের পার্শ্ববর্তী পার্বত্য লামা উপজেলার হারগাজা (মাঝেরপাড়া) গ্রামের কিয়াচিং মার্মার পুত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান হারগাজা নামক এলাকায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বাংলা মদ। মাদক ব্যবসায়ীদের মাধ্যমে এসব মদ পাচার হচ্ছে দেশে বিভিন্ন প্রান্তে। এ অপকর্মে সহযোগী হিসেবে স্থানীয় কিছু প্রভাবশালীও জড়িত বলে গোপন সুত্রে জানা গেছে। বারে বারে ডুলাহাজারা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার হলেও মদ তৈরি কারখানায় কোন অভিযান পরিচালনা হচ্ছেনা বলে জানায় সচেতন মহল। মাদকের সহজলভ্যতায় স্থানীয় গাড়ি চালক, পাহাড়ী এলাকার ব্যবসায়ী সহ নিস্তার পাচ্ছেনা স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী পর্যন্ত। এব্যাপারে আটক মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করবেন বলে জানিয়েছেন পুলিশ।

পাঠকের মতামত

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...