ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ৭:২৪ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে গরু চুরির অভিযোগে ইউনিয়ন যুবদলেরকর্মীসহ ৩ চোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।আজ শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়।

এরআগে, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের মাঠখেলা এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক গরু চোরেরা হলেন- উপজেলার নয়াবিল ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদলকর্মী বিল্লাল হোসেন (২৬), একই গ্রামের হাসমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২)।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গরু পাহাড়ের ঢালে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। এ সময় যুবদলকর্মী বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই ৩ গরুচোর গাভী গরুটি ভটভটি গাড়িতে তুলে নিয়ে যায়। তখন গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রীকে দেখে তাদের আত্মীয় স্বজনকে বিষয়টি জানান।

এক পর্যায়ে এলাকাবাসী চারদিক থেকে নন্নী ইউনিয়নের মাঠখোলা এলাকায় ভটভটিতে গরুসহ গাড়িটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিন গরু চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

ওসি ছানোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারে গরুর মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া গরুটি থানা হেফাজতে রয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...