প্রকাশিত: ০৩/১০/২০১৮ ৯:৩১ পিএম

ফারুক আহমদ, উখিয়া::

মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) এ.কে এম মহি উদ্দিন বলেছেন, সামাজিক নিরাপত্তা ও জীবন যাত্রার মান উন্নয়নে সরকার মেগা কর্মসূচি শুরু করতে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষায় কাজ করা হবে। আর এ কর্ম সূচি চালু হলে এর সুফল ভোগ করবে এতদঅঞ্চলের জনগন।

বুধবার (০৩ অক্টোবর) দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার স্থানীয় জনগোষ্টির সমাজিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং সুশীল সামাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর করিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রি পরিষদ বিভাগের এসএসপিএস প্রোগ্রাম কনসালটেন্ট ড: জহিরুল ইসলাম ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন মেম্বার বকতিয়ার আহমদ, মেম্বার রোমান, মেম্বার খোরশিদা আক্তার, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম শাহিন, সাধারন সম্পাদক কমরুউদ্দিন মুকুল , সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমদ সাংবাদিক গফুর মিয়া চেীধুরী , মৌলভী জাফর আলম।

এর আগে উখিয়া উপজেলা পরিষদের অনুরুপ মত বিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) এ.কে এম মহি উদ্দিন প্রধান আতিথি ও মন্ত্রি পরিষদ বিভাগের এসএসপিএস প্রোগ্রাম কনসালটেন্ট ড: জহিরুল ইসলাম বিশেষ আতিথি ছিলেন। এ সময় বক্তব্য রাখেন উখিয়া আওয়াী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজি, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার প্রমুখ।

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...