প্রকাশিত: ০৪/০৭/২০১৬ ৮:৫১ এএম

49783_156-550x330আল-আমীন আনাম: গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপির জোট শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার ফেসবুক স্টাটাসে বলেন, একটা জাতীয় ঐক্য প্রয়োজন । সরকারের তরফ থেকে এলোমেলো কথাবার্তা না বলাই শ্রেয় । বিশেষ করে ‘আই এস নাই, আই এস নাই’ এইধরনের কথাবার্তা থেকে বিরত থাকা উচিত ।
আন্দালিব রহমান পার্থ বলেন, সরকার মৃতের সংখ্যা বলার আগেই আই এস ওয়েবসাইট বিশ জনের কথা নিশ্চিত করেছে, এমনকি ছবিও দিয়েছে। আক্রমণকারীরা যারা নিহত হয়েছে তাদের আই এস এর পোশাক পরা ছবিও আই এস ওয়েবসাইট এ প্রকাশিত হয়েছে ৃ। ক্যানসার স্বীকার না করলে কেমথেরাপি দিবেন কিভাবে?
উল্লেখ, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে দেশী-বিদেশী অন্তত ৩৩ জন জিম্মি করে। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে শনিবার সকালে জিম্মি সংকটের অবসান হয়। সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।
নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।
নিহত সাত জাপানির মধ্যে ৬ জন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কাজে নিয়োজিত ছিলেন। তাদের সঙ্গে ওই ক্যাফেতে ছিলেন আরও একজন, যাকে পরে উদ্ধার করা হয়।
এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে নিহত হন।

পাঠকের মতামত

এবার ইউএনওদেরও বদলি চাইল ইসি

সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চেয়েছে ...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ রাষ্ট্রদূত

পুরো বিশ্ব বাংলাদেশে একটি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় ...