প্রকাশিত: ০২/০৭/২০১৮ ৩:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৬ এএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

ডেস্ক রিপোর্ট::

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা সংস্কারকে যতটা সহজভাবে বিশ্লেষণ করা হচ্ছে, অতটা সহজ নয়, জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তবে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিউল আলম।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমাদের নিচের লেভেলে এখনও এটি ট্রাসমিটেড হয়নি।’

সংস্কার কার্যক্রম শেষের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোটা সংস্কারে গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।’

পাঠকের মতামত

সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার ...