প্রকাশিত: ০৮/০২/২০১৭ ৮:৩৮ এএম , আপডেট: ০৮/০২/২০১৭ ৮:৩৯ এএম
রফিক মাহমুদ, উখিয়া::

উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজার তোফাইল-ফাতেমা শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী মালিক সমিতির উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্টত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার কোটবাজার মধ্য স্টেশনের পেট্টোল পাম্প সংলগ্ন তোফাইল-ফাতেমা শপিং কমপ্লেক্স চত্বরে মার্কেটের মালিক অালহাজ্ব তোফাইল অাহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মহফিলে প্রধান মেহেমান হিসাবে উপস্থিত থেকে পবিত্র কোরঅান ও হাদীসের অালোকে মানবজাতীর কল্যাণের জন্য দোয়া করেন মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্স চকরিয়া এর খতিব হযরত মাওলানা হাফেজ বশির অাহমদ। এই সময় তিনি কোরঅান ও হাদিসের অালোকে বিষদ অালোচনা করেন। প্রধান অতিথির অালোচনার পূর্বে প্রধান অালোচক হিসাবে কোরঅান ও হাদিসের অালোকে অালোচনা করেন, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার সিনিয়র অারবি প্রভাষক মাওলানা অাবুল ফজল। বিশেষ অালোচক ছিলেন, কোটবাজার কেন্দ্রয়ী জামে মসজিদের খতিব মাওলানা ডাঃ দেলোয়ার হোসাইন ও মাওলানা বেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান অাব্বস উদ্দিন, হাফেজ মনির, মাওলানা বদিউল অালম সহ ব্যাবসায়ী, শিক্ষক ওলামায়েকেরাম ও ধর্ম প্রাণ মোসল্লিরা।

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...