প্রকাশিত: ১০/১১/২০২১ ৩:৩৫ পিএম

উখিয়ায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গাসহ হোয়াইক্যং নাছর পাড়ার নুর মোহাম্মদ নামে মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, গত ৯নভেম্বর (মঙ্গললবার) রাত পৌনে ৯টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কুতুপালং বাজারের দক্ষিণে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টেকনাফের হোয়াইক্যং নাছর পাড়ার শাহ আলমের পুত্র নুর মোহাম্মদ (২৪). কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী আবু তাহেরের পুত্র মোঃ সাদেক (২৯) এবং আব্দুর রহিমের পুত্র আতাউর রহমান (২৩) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ৭হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদেও উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...