প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:২১ পিএম

balনিউজ ডেস্ক::

বগুড়ার শাজাহানপুরে বাল্যবিয়ে রেজিস্ট্রি করার দায়ে কাজী নুরুল ইসলাম ওরফে বাচ্চু কাজীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরসহ স্বজনদের জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এ সময় বর ও বরের বাবা এবং মেয়ের বাবা ও মেয়ের মামাকে এক হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার রুহুল আমিন জানান, উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা নিশানচড়া গ্রামের নূর আলমের অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে রহিমাবাদ বি-ব্লক এলাকার আকবর আলীর ছেলে কামরুল ইসলামের (৩৫) বিয়ে ঠিক হয়। গত ১৯ আগস্ট গোপনে বিয়ে রেজিস্ট্রি করা হয়। আড়িয়া ইউনিয়নের কাজী নুরুল ইসলাম ওরফে বাচ্চু কাজী এই বাল্যবিয়ে রেজিস্ট্রির কাজ করেন। শনিবার বিয়ে ও খাওয়া-দাওয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বাল্যবিয়ের খবর পেয়ে প্রথমে সাদা পোশাকে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি ঘটনাস্থলে আসেন।

এ সময় অনুষ্ঠানে আসা বর কামরুল ইসলাম, বরের বাবা আকবর আলী এবং মেয়ের বাবা নুর আলম, ও মেয়ের মামা আব্দুল মমিন প্রামাণিককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে রেজিস্ট্রির অভিযোগে আড়িয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম বাচ্চু কাজীকে আটক করা হয়। পরে তার কাছে থেকে বিবাহ রেজিস্ট্রারের বইটি জব্দ করা হয়।

পাঠকের মতামত

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা

১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ...

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

লাগাতার আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ ...

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট করছে। আগুনের ...

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ ...

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতি-বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে ...