হুমায়ুন কবির জুশান, উখিয়া

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে উখিয়ায় যত্রতত্র ময়লা- আবর্জনার স্তুপ দেখা যায়। উখিয়া প্রেস ক্লাবের পাশে দীর্ঘদিন ধরে ময়লা- আবর্জনা ফেলায় দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে উখিয়াবাসি। সাংবাদিকরা এ বিষয়ে নিউজ করার পাশাপাশি উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সবুজ বর্জ্য অপসারণের জন্যে জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনকে নির্দেশ প্রদান করেন। বর্জ্য নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হলে প্রেস ক্লাবের সীমানায় টিন দিয়ে ঘিরে রাখতে এবং সুন্দর্য বর্ধনের জন্য অর্থ সহায়তা করবেন বলে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কথা দিয়েছিলেন। দীর্ঘদিন হয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে ৩০ মে উখিয়া আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার এ বিষয়ে জোরালো বক্তব্য রাখায় তাৎক্ষনিকভাবে নগদ ৫০ হাজার টাকা চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভাপতিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, প্রশাসনিকভাবে ময়লা-আবর্জনা অপসারণ করার সাথে সাথে প্রেস ক্লাবের ঘেরা-বেড়া ও সৌন্দর্য বর্ধনে এ টাকা খরচ করা হবে। তিনি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সবুজকে ধন্যবাদ জানান।
পাঠকের মতামত