প্রকাশিত: ৩০/০৫/২০২২ ৭:৪৬ পিএম , আপডেট: ৩০/০৫/২০২২ ৭:৫৬ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া

উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের হাতে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন। সাথে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে উখিয়ায় যত্রতত্র ময়লা- আবর্জনার স্তুপ দেখা যায়। উখিয়া প্রেস ক্লাবের পাশে দীর্ঘদিন ধরে ময়লা- আবর্জনা ফেলায় দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে উখিয়াবাসি। সাংবাদিকরা এ বিষয়ে নিউজ করার পাশাপাশি উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সবুজ বর্জ্য অপসারণের জন্যে জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনকে নির্দেশ প্রদান করেন। বর্জ্য নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হলে প্রেস ক্লাবের সীমানায় টিন দিয়ে ঘিরে রাখতে এবং সুন্দর্য বর্ধনের জন্য অর্থ সহায়তা করবেন বলে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কথা দিয়েছিলেন। দীর্ঘদিন হয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে ৩০ মে উখিয়া আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার এ বিষয়ে জোরালো বক্তব্য রাখায় তাৎক্ষনিকভাবে নগদ ৫০ হাজার টাকা চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভাপতিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, প্রশাসনিকভাবে ময়লা-আবর্জনা অপসারণ করার সাথে সাথে প্রেস ক্লাবের ঘেরা-বেড়া ও সৌন্দর্য বর্ধনে এ টাকা খরচ করা হবে। তিনি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সবুজকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত

কক্সবাজারের প্যাঁচারদ্বীপে পুড়িয়ে দেওয়া হলো বিশাল প্যারাবন

কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন প্যাঁচারদ্বীপ সৈকতে প্যারাবন উজাড় ও দখল করে কিংশুক ফার্মস লিমিটেডের রিসোর্ট তৈরির ...

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ভাই-বোন গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের পরিবারের ...

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড ঠেকাতে ১২ সুপারিশের ভবিষ্যৎ কী?

উদিসা ইসলাম মার্চের শুরুতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া ...