উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১২:১৬ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার যুবকের রিমান্ড শুনানি হবে আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর)। মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ রোববার (১৫ সেপ্টেম্বর) রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

এসআই নুর মোহাম্মদ বলেন, সমুদ্রসৈকতে নারীদের হেনস্তা ও মারধরের অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলার কালুর দোকান এলাকার একটি স্থান থেকে এক যুবককে আটক করে পুলিশ। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার যুবকের নাম ফারুকুল ইসলাম (২২)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি বড় হাতিয়ার বাসিন্দা।

তিনি আরও বলেন, অভিযুক্ত ফারুকুল ইসলাম ও মো. নয়ন রুদ্রসহ (২৫) ছয় জন নাম না জানা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। ফারুকুল ইসলামকে গতকাল শনিবার বিকেলে কক্সবাজার সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। তবে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো শুনানি হয়নি। বিচারক আকতার জাবেদ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী বুধবার শুনানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কক্সবাজারের সুগন্ধা সৈকত পয়েন্টে জনসম্মুখে একজন নারীকে কান ধরিয়ে উঠবস ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। ভিডিওটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। পরে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গত শুক্রবার ফারুকুল ইসলামকে আটক করে বলে জানিয়েছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ

পাঠকের মতামত

ভূয়া ডাক্তার দিয়ে চিকিৎসা, পালংখালী তাজমান হাসপাতালসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার মামলায় ২লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...

গ্যাস্ট্রিকের ওষুধের বদলে বিষাক্ত ট্যাবলেট, প্রাণ গেল উখিয়ার মরিয়মের

উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ভুলক্রমে ইঁদুর মারা ট্যাবলেট সেবন করে মরিয়ম ...

রোহিঙ্গা ক্যাম্পে ফের চালু হলো শিক্ষা কার্যক্রম!

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবার চালু হয়েছে মিয়ানমার কারিকুলামের মাধ্যমিক শ্রেণির শিক্ষাকেন্দ্রগুলো। শিশুদের ভবিষ্যৎ গড়ার ...