প্রকাশিত: ২১/০৮/২০১৬ ৯:৩২ পিএম , আপডেট: ২১/০৮/২০১৬ ৯:৩৩ পিএম

14051637_648739748608965_8150992296803702965_n-300x169নিউজ ডেস্ক::

মধু কই কই বিষ খাওাইলা’ গান গেয়ে ইন্টারনেট জগতে সাড়া ফেলেছিলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর চরপাড়া এলাকায় জাহিদ। এবার সেই জাহিদকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছেন মোবাইল অপারেটর রবি। ‘বন্ধ রবি সংযোগ চালু করে ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন সর্বোচ্চ ৫০০০ এমবি ইন্টারনেট ফ্রি!’ শিরোনামের ওই বিজ্ঞাপনে জাহিদের পাশাপাশি অভিনয় করেছেন জাহিদের অবিষ্কারক মোহাম্মদ ইমরান হোসেন। বিজ্ঞাপনটিতে জাহিদের সাথে মোহাম্মদ ইমরান হোসেনের যেভাবে দেখা হয়েছিল সেটি দেখানো হয়েছে। বিজ্ঞাপনটি ইতিমধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানিয়ে রাখা ভাল, কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর চরপাড়া এলাকায় জাহিদের জন্ম।তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। জাহিদের বয়স যখন চার তখন বাবা নুরুল ইসলামের সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে শুরু হয় তাদের সংগ্রামের জীবন । বড় ভাই শুরু করেন সমুদ্র পাড়ে কলা বিক্রি আর জাহিদ মুঠোফোনে শুনে ১৮ টি আঞ্চলিক গান মুখুস্ত করে পর্যটকদের শোনানো। ২০১৫ সালের ডিসেম্বরে জাহিদের গানে মুগ্ধ হন কক্সবাজারে রেড়াতে আসা ঢাকার মোহাম্মদ ইমরান হোসেন ও তার পাঁচ বন্ধু। একপর্যায়ে ইমরানের ইউকেলেলির সুরে সুরে গান করতে থাকে শিশু জাহিদ। এ সময় মদু খই খই নামের একটি আঞ্চলিক গানের ভিডিও মুঠোফোনে ধারণ করেন ইমরানের এক বন্ধু। গত ফেব্রুয়ারিতে সেই ভিডিও ইমরান ছেড়ে দেন ফেসবুক আর ইউটিউবে। সেই থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি জাহিদের, শুরু হয় তার ভাগ্যের চাকা ঘোরা।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...