কক্সবাজার সৈকতে রাতের আঁধারে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ
কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো স্থায়ী ও ক্ষতিকারক ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দীন চৌধুরী জানান, ১৯৯৩ সাল থেকেই কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। কলেজ প্রতিষ্ঠার পর থেকেই গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তা নিষিদ্ধ ছিলো।
“কলেজের শৃঙ্খলা রক্ষায় সিদ্ধান্তটি বিজ্ঞপ্তির মাধ্যমে ফের জানান দেয়া হয়েছে”- বলেন অধ্যাপক আকতার।
১৫ জানুয়ারি অধ্যক্ষ ক্যা থিং অং এর বয়সকালীন বিদায়ের পর কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক আকতার উদ্দীন চৌধুরী।
পাঠকের মতামত