আরাকান আর্মিকে খাদ্য জোগান দিচ্ছে চোরাকারবারিরা
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জন্য ৯০০ বস্তা সিমেন্ট নিয়ে গত ৮ সেপ্টেম্বর বরিশাল ...
কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার রানওয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় রবিন হোসেন (১৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮জুন বিকেলে বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার মোঃ শহীদের পুত্র। তিনি মানসিক প্রতিবন্ধি ছিলেন।
তার ভাই ফজলে রাব্বি জানান, নিহত রবিন হোসেন মানসিক প্রতিবন্ধি। সোমবার বিকালে সবার অজান্তে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এরপর থেকে নিখোঁজ ছিলো ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মনিরুল গিয়াস জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার কথা জানায় স্থানীয়রা। পরে কক্সবাজার সদর থানার সাব ইন্সপেক্টর ইফতেখার মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পাঠকের মতামত