প্রকাশিত: ২৬/০৫/২০২০ ৮:৫৯ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
ঈদের ছুটি ও প্রশাসনের ব্যস্ততার সুযোগে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যক্তিগত যানবাহন থেকে টোলের নামে ব্যাপক চাঁদাবাজি করছে একদল উশৃংখল যুবক।

চাঁদা না দিলে গাড়ি ভাঙচুরসহ অপমানিত করছে গাড়ির মালিকদের।

সঙ্ঘবদ্ধ সিন্ডিকেটের হাত থেকে রেহায় পাচ্ছেনা গাড়ির মালিক, চালক ও সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন একটি ঘটনা ঘটেছে।

খবর পেয়ে শহর ট্রাফিক পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে, তাদের কারো পরিচয় শনাক্ত করা যায়নি।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবদুল মন্নান অভিযোগ করেন, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্ত্রী-সন্তানসহ ব্যক্তিগত নোহা গাড়িতে করে তিনি শহরের দিকে যাচ্ছিলেন।

বাস টার্মিনাল পুলিশ বক্সের আগেই অতর্কিতভাবে ৪/৫ জন উশৃংখল যুবক তার গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতে না থামাতেই ডান পাশের দরজা ও সাইট গ্লাস ভেঙে দিয়েছে তারা। চাঁদার জন্য অপমানিতও করেছে।

কক্সবাজার ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ ইয়াছিন জানিয়েছেন, আইনজীবীর নিকট থেকে চাঁদা দাবি ও গাড়ি ভাঙচুরের বিষয়ে মুঠোফোনে অভিযোগ পাওয়ার সাথে সাথে মোবাইল টিম পাঠানো হয়।

ততক্ষণে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী মোহাম্মদ আবদুল মন্নান জানান, বাস টার্মিনালের নির্ধারিত পার্কিংয়ের বাইরে রাস্তা থেকে টোলের নামে টাকা তোলার আইনগত বিধান নাই। এটি সম্পূর্ণ অবৈধ।

যারা টোলের নামে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন কক্সবাজারের এই সিনিয়র আইনজীবী।

উল্লেখ্য, ঈদে প্রাইভেট গাড়ি চলাচলে সরকারিভাবে কোনো বাধা না থাকলেও মানছে না পরিবহন শ্রমিক নামধারী কিছু ব্যক্তি।

সরকারি নির্দেশনা অমান্যকারীদের তথ্য নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মতামত

মাইলস্টোন ট্র্যাজেডি: গুরুতর আহত কক্সবাজারের আলবীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের ...

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...