প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে-গ্রেপ্তার করবে, বললেন শাহজাহান চৌধুরী
জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর জন্য ...

আহমদ গিয়াস, কক্সবাজার :
কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করার সময় পানিতে ডুবে এক শিশু নিখোঁজ রয়েছে। এসময় বিপন্ন আরো ২ কিশোরকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর জামাল হোসেন (১২) কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও শহরের সাহিত্যিকা পল্লী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
রবি লাইফ গার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, সোমবার দুপুরে শহরের কলাতলীর কূলবর্তী সমুদ্রে ৭ কিশোর বন্ধু গোসল করতে নামে। এরমধ্যে ৩ জন বন্ধু টায়ার টিউব নিয়ে সমুদ্রের পানিতে ভাসার সময় এক পর্যায়ে ঢেউয়ের ধাক্কায় তারা টিউব থেকে পানিতে ছিটকে পড়ে। এসময় রবি লাইফ গার্ড কর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত সাগরে নেমে বিপন্ন দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও অপর কিশোর নিখোঁজ রয়ে যায়।
পাঠকের মতামত