প্রকাশিত: ২১/০৪/২০২০ ৬:৪৮ এএম

কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার ডিসি কলেজকে একটি ১৬ আসনের মাইক্রোবাস দিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সেই সাথে, চলমান মহামারি কোভিড-১৯ মোকাবিলায় সহায়তা কর্মসূচির অংশ হিসেবে আইওএম কক্সবাজার জেলা প্রশাসনকে ৩০টি ইনফ্রারেড থার্মোমিটার, ৩ হাজার পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক, ৫০০ বোতল স্যানিটাইজার এবং ৫০০ বোতল হ্যান্ডওয়াশ হস্তান্তর করেছে।
সোমবার দুপুরে শহরের হিল-ডাউন সার্কিট হাউসে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে মাইক্রোবাস এবং সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন আইওএম-কক্সবাজারের মানবিক সহায়তা এবং অপারেশনস প্রধান ক্লেমেন্টিন ফেভিয়ার।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী, আইওএম কক্সবাজারের ট্রান্সজিশন অ্যান্ড রিকভারি ইউনিটের প্রধান প্যাট্রিক শেরিগননসহ আরও অনেকে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি এ বছর কক্সবাজার পুলিশ প্রশাসনকে দুটি পিক-আপ গাড়ি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যাপীঠ অরুনোদয় স্কুলের জন্য একটি ৩৬ সিটের কোস্টার বাস দিয়েছে।

এছাড়া, চলমান মহামারি কোভিড-১৯ মোকাবিলায় এখন পর্যন্ত কক্সবাজারে স্থানীয়ভাবে উৎপাদিত ৩০ হাজার পুনরায় ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক, ৮ হাজার বোতল হ্যান্ডওয়াশ, ৮ হাজার বোতল স্যানিটাইজার এবং ৩০টি ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছে।

কক্সবাজার ডিসি কলেজ কোভিড-১৯ ইনফ্রারেড থার্মোমিটার সহায়তা কর্মসূচি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)

পাঠকের মতামত

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...

উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ...