রোহিঙ্গা ক্যাম্প ডেঙ্গুর ‘হটস্পট’, মৃত্যু কমলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। শীত মৌসুমেও এই দুই উপজেলার ...
উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ ৩০ জুন দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোবারক (২২) ও জান্নাতুল ফেরদৌস (১২)।
আহতরা হলেন- আসমা আক্তার (১৫) ও সাজ্জাদুল ইসলাম (২)। তারা দুজন জান্নাতুল ফেরদৌসের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির এসআই মহিউদ্দিন বলেন, সৌদিয়া সার্ভিসের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এক শিশুসহ চারজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মধ্যে মোবারক ও জান্নাতুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাস ও অটোরিকশা দুটোকে আটক করেছি। বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
পাঠকের মতামত