ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৫ ৭:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফের একটি পাহাড় থেকে ৫ কাঠুরিয়াকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে বাহার ছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন—টেকনাফের বাহারছড়ার বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবু (২০)।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, লাকড়ি সংগ্রহ করতে গেলে অস্ত্রের মুখে ১৫ জনকে ধরে নিয়ে যায়। পরে ১০ জনকে ছেড়ে দিলেও এখনো ৫ জন অপহরণকারীদের কাছে রয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির আরও জানান, মুক্তিপণের জন্য পাঁচজনকে আটক রেখেছে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহরণের বিষয়টি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তিনি শুনেছেন। তবে এখনো ভুক্তভোগীর পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করেনি কেউ।

চাঞ্চল্যকর তথ্য : সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ

পাঠকের মতামত

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের বনভূমি ...