প্রকাশিত: ১১/১১/২০২১ ৭:৩৮ এএম

বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ১১ নভেম্বর অনুষ্ঠেয় রামু, কক্সবাজার সদর এবং উখিয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল দলীয় বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক দল থেকে বহিস্কার করা হলো।
শুধু তাই নয়, কোন কোন এলাকায় নৌকার প্রত্যাশী ছিলেন এমন অনেকেই কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভে নৌকার পক্ষে কাজ করছেন না তাদেরকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে।
স্ব-স্ব এলাকার স্থানীয় নৌকা প্রতীকের প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ। সেই সাথে যেসব নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা স্বরূপ স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রের কাছে জোর সুপারিশ প্রেরণ করা হবে বলে জানানো হয়।
বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

পাঠকের মতামত

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...