ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৩ ৯:৫১ এএম

কক্সবাজারে অস্টার ইকো নামের হোটেলে এক ভারতীয় পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

নিহত ব্যক্তির নাম কুলাচন্দ্র সিং (৭৪)। তিনি ভারতের মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ওই ব্যক্তি গত মঙ্গলবার পরিবারসহ কক্সবাজার বেড়াতে এসে সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল অস্টার ইকোর ৮০৪ নম্বর রুমে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে হোটেলের বাথরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কি কারণে তার মৃত্যু ঘটেছে তা এখন বলা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...