প্রকাশিত: ১৬/০৭/২০২২ ১০:৩৯ পিএম

কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিং এ পতিতা বৃত্তির অভিযোগে কক্সবাজার সদর মডেল ও গোয়েন্দা পুলিশ (ডিবি)যৌথ অভিযান চালিয়ে ১১খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮ থেকে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৬ জুলাই) বিকালে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


সূত্রে মতে, প্রশাসনের চোখ ফাঁকি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিং এ পতিতা বৃত্তি চালিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে ১১ জন খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন গ্রেফতারকৃতসহ জড়িতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন।তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে। সুত্র,,ভয়েস ওয়ার্ল্ড

পাঠকের মতামত

পরিবারকে সান্ত্বনা ও কবর জিয়ারতস্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ

মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও এক পুত্রকে হারিয়ে শোকে বিধ্বস্ত দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ ...

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর স্থানীয়  যুবক  নিখোঁজ, জঙ্গলে উদ্ধার মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর মরদেহ তিন ...