প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ১০:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১২ এএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার শহরের অন্যতম ক্রাইমজোন পাহাড়তলী ইসলামপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীর গুলিতে মোঃ ইসমাইল ( ২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (
৩ জুলাই) রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার লালুর ছেলে।

ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, গুরুতর অবস্থায় মো. ইসমাঈল নামে যুবককে হাসপাতালে আনা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনেরা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নুর আহমদ, জহির, জিয়াসহ একদল সন্ত্রাসী মো. ইসমাঈলকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. ইসমাঈল পেশায় ইলেকট্রিক মেস্ত্রি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় পৌঁছেছি। স্থানীয়দের ভাষ্য নিচ্ছি। যতটুকু জেনেছি, দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তবে, ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান থানার ওসি।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা আবরার গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) ...