উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২২ ৯:৪৯ এএম

কক্সবাজারে এক বিয়ে বাড়িতে বজ্রপাতে ১১ জন আহত হয়েছে। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এ ঘটান ঘটে।

জানা গেছে, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য্য ছিল। দুপুরে বর পক্ষের লোকজন আসার পর আপ্যায়নের ব্যবস্থা করছিলেন কনে বাড়ির লোকজন। এমন সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ১১ জন আহত হন। আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানান, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারী ও শিশুরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন মতো। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...