ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১১/২০২৫ ৭:৩২ এএম

কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইটের সাথে ধাক্কা লেগে কুকুর মারা গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর ফলে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।

​বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা গণমাধ্যম কে জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটিতে ৭০ জন যাত্রী ছিলেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। উড্ডয়নের আগমুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড়োজাহাজটি উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

​কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম চিটাগাং ট্রিবিউন বলছে, উড়োজাহাজটির সাথে একটি কুকুরের ধাক্কা লেগেছে। ধাক্কায় কুকুরটি মারা যায়।

​ঘটনার পর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পাওয়ায় সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

​বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

​বিমানবন্দর কর্তৃপক্ষ স্বীকার করে যে, বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশ থেকে কুকুরগুলো প্রবেশ করছে। ওই এলাকায় অবকাঠামোগত কিছু কাজ চলায় সন্ধ্যার পর রানওয়েতে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর দেখা একটি চ্যালেঞ্জিং বিষয় বলেও তারা উল্লেখ করেন।

​উল্লেখ্য, চলতি বছরের ২ আগস্টও কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা লাগার একই ধরনের ঘটনা ঘটেছিল, তাতেও ফ্লাইট ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হয়েছিল।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন ‘মৃত্যুর সড়ক’

এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার  দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্রিক সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মানুষের ...