উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১২/২০২২ ৫:৩৮ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে শহীদ মিনারে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে কক্সবাজারের পেকুয়ায় মোহাম্মদ শহীদুল্লাহ (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিকে পেকুয়া উপজেলা সদরে এই ঘটনা ঘটে।

শহীদুল্লাহ পেকুয়া উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি। তিনি ১০ বছর টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম বলেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের দলীয় কর্মসূচি ছিল। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য স্থানীয় চৌমুহনী এলাকায় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হওয়ার পর শহীদুল্লাহ’র নেতৃত্বে সকাল সাড়ে ৬টায় শহীদ মিনার অভিমুখী মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনারের কাছাকাছি পৌঁছলে তিনি বুকে ব্যথার কথা জানান।’

তিনি আরও বলেন, ‘শহীদুল্লাহকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ মাগরিবের নামাজের পর টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে দলের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ...

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ ...