উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫/১০/২০২২ ৩:৫৪ পিএম

সৈকত নন্দিনী কক্সবাজারে বসছে এসএসসি-০৩ ব্যাচের বন্ধুদের মিলনমেলা। সাগরপাড়ের হোটেল শৈবালে মিলিত হবে ওই ব্যাচের সব বন্ধুরা। এই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সমন্বয়কের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। জানাযায়, ৮অক্টোবর (শনিবার) সাগরপাড়ে শৈবালে অনুষ্ঠিতব্য ০৩ব্যাচের মিলনমেলায় অংশ নিতে যাচ্ছেন ৬৩০ বন্ধু। ইতিমধ্যে উল্লেখিত বন্ধুরা রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন। বৃহত এই বন্ধু মেলায় র্য্যালী,প্রতিষ্ঠান ভিত্তিক পরিচিতি,খেলাধুলা,র্য্যাফেল ড্র,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনেককিছুরই স্মৃতিচারণ ঘটবে বলে জানাগেছে। এদিকে রেজিষ্ট্রেশনের দায়িত্বে নিয়োজিত বন্ধু আরাফাতুল মুরাদ জানান, এস.এস.সি-০৩ ব্যাচের বন্ধুদের মিলনমেলা সফলভাবে সম্পন্ন করতে বন্ধু মোঃ সাজেদুল ইসলাম লিটন,জিয়া উদ্দিন ও মোঃ খালিদ বিন সাঈদকে সমন্বয়ক করে বন্ধুদের নিয়ে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।
বন্ধু জুনায়েদ আলী চৌধুরী জানান,০৩ ব্যাচের বন্ধুদের নিয়ে মিলনমেলাটি সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে মিলনমেলা স্থল তথা ভেন্যুর প্রস্তুতি এবং টি-শার্টসহ সব কার্যক্রম শেষ করা হয়েছে।
সমন্বয়ক কমিটির অন্যতম বন্ধু জিয়া উদ্দিন জানান,এসএসসি-০৩ ব্যাচের মিলনমেলা স্মরণীয় করে রাখতে কক্সবাজারের সব বন্ধুদের একত্রিত করার প্রয়াসে এই আয়োজন। জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত বন্ধুদের আড্ডা এবং মিলনমেলায় মুখরিত হবে সাগরপাড়ের শৈবাল প্রাঙ্গন।#

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...